কাব্যিক মহাপুরুষ - কাব্য রজনী

Thursday, July 18, 2019

কাব্যিক মহাপুরুষ



কাব্যিক মহাপুরুষ
 আফরা ইবনাত অর্না 

দেখেছি তাকেই থাকতে আমার চারিপাশে,

দেখেছি গানের সুরের মত থাকতে ভেসে

দেখেছি তার উদার হৃদয়ের উদারতা,

বাবরি দোলানো ঢেউ খেলানো চুলের উচ্ছলতা।

বিবেকের কাঠগড়ায় নিজেকে করিয়ে দাড়,

প্রতিবাদের মানসিকতায় মানেনা কখনও হার।

সত্যবাদী চরিত্র সে সত্য তারই মন,

অসত্যের আশ্রয় সেতো করেনা কখনও গ্রহন।

প্রতিশ্রুতির হাতটা তারই থাকে চির অনড়,

কোণও স্তরের মানুষকে সে করেনা কখনো পর।

ত্থাকবে সেতো সবার মনে হয়ে হয়ে মাহান মানুষ,

পৃথিবীর পরে থাকবে আমার কাব্যিক মহাপুরুষ।

No comments:

Post a Comment