যাযাবরী ( লেখক ঃসমরেশ মজুমদার ) - কাব্য রজনী

Wednesday, March 3, 2021

যাযাবরী ( লেখক ঃসমরেশ মজুমদার )



(আকাশ না পাতাল) 
পর্ব ১ 

 এমনটা কথা ছিল না । এই আমি যার জন্ম উত্তর বাংলার একটা নির্জন চা বাগানে ,যার নাড়ি কেটেছিল

 মদেশিয়া ধাই,জার বন্ধুরা এখন ছড়িয়ে রয়েছে চা বাগানের বাবুর চাকরি ,ডুয়ার্সের বিভিন্ন যায়গায় ট্যক্সি

 ড্রাইভারি অথবা কাঠের ব্যবসায়,যার পিতামহ প্রায় অনেক বছর ধরে চা বাগানে চাকরি করে গেছেন

 শান্তিতে,তার ললাট লিখন লিখতে গিয়ে ঈশ্বর যে এমন মারাত্তক ভুল করে বসবেন টা কে জানত ।

কিংবা আরও পরে যখন জলপাইগুরি শহরে স্কুলের জিবিন তখন পৃথিবী বলতে চায় চায়ের বাগান আর

 তিস্তার চর, ফুটবল মাঠ আর সাইকেলে শহর তোলপাড় করা তখন শেষ পরিক্ষার ফল ছিল অতি

 সাধারন ।  এ অবস্থায় আর পাঁচটা ছাত্রের মতোঁ তার ভর্তি হওয়া উচিত ছিল জলপাইগুরি কলেজে ।

 কোনরকমে দু তিনটে পাশ দিয়ে মাস্টারি পাওয়াই তো ভবিতব্য ছিল ।পিতার আর্থিক অবস্থা এমন ছিল

 না এ সাধারন মনের একটি ছাত্রকে তিনি কলকাতায় পড়তে পাঠাবার বিলাসিতা করতে পারেন ।

 অতএব, এখন আমি বেলাকবার প্রাইমারি স্কুলের একজন শিক্ষক অথবা চা বাগানের একজন বাবু হয়ে

 বেচে বর্তে বসতে পারতাম , যিনি কলকাতায় বেড়াতে আসতয়ে গেলে তিন মাস ধরে পরিকল্পনা করেন ,

 প্রতিটি পয়সার অস্তিত্ত আলাদা করে ভেবে নেন । এমনটাই তো হয়ার কথা ছিল ।

            কিন্তু সেই ভদ্রলোক যিনি আশি বছর আগে এনট্রান্স পাশ করে চা বাগানের চাকরিতে

 ঢুকেছিলেন, তিনি তার সাধ পুত্রদের মাধ্যমে মেটাতে না পেরে বেছে নিলেন এই নাতিকে । চা বাগান

 অথবা জল্পাইগুরির কুয়ো ছাড়িয়ে পাঠিয়ে দিলেন কলকাতা নামক বিশাল দিঘিতে । অনেকদিন আগে

 একটা গল্প লিখেছিলাম। বিধাতাপুরুষ যখন একজনের কপালে ভবিষ্যৎ লিখছিলেন তখন একটা সাধু

 সেটা জেনে গিয়েছিলেন। ফলে এই সাধুর জন্য বিধাতা পুরুষের দারুন নাকানি চুবুনি ক্ষেতে হয়েছিলো।

 কিন্তু তিনি বিধাতার সব হিসেব পাল্টে দিয়েছেন, বারেবারে। নইলে স্রোতের বিপরীতে নৌকো তো

 সচরাচর বয়ে যায় না ।

 

No comments:

Post a Comment