প্রতিক্ষা - কাব্য রজনী

Monday, July 29, 2019

প্রতিক্ষা



প্রতিক্ষা

আফরা ইবনাত অর্ণা 

আজও তোমার প্রতিক্ষায় কেটে যায় দিবস রজনী,

তোমার পথপানে চেয়ে ছলছল মোর করুন আখি।

জানিনা আমি এ জনমে আর পাবো কি তোমার দেখা,

তোমার অভাব চারিদিকে আজ হৃদয় করেছে একা

চলে গেলে  তুমি মেঘের মত ঝরিয়ে অঝোর বৃষ্টি ,

কেন তবে এই ভালোবাসাটুকু আজ হৃদয়ে করেছ সৃষ্টি?

এই হাসিটুকু কেন নিয়ে গেলে মোর অধর খানি থেকে,

কেন তুমি একা চলে গেলে এই হৃদয় শুন্য রেখে ?

কেন হলে ঝরা ফুলের সুবাস , দুরের অধরাঐ নীল আকাশ,

কেন তুমি আজ ছড়ালে হৃদয়ে, বিষাদ সিন্ধুর বিষণ্ণ বাতাস ?

কেন তুমি আজও কান্না হয়ে আমার চোখেরও কোণে,

বলেছিলে কেন চন্দ্রের মত থাকিবে  প্রানেরও পরে।

কেন তুমি মোর সাজিয়েছিলে মনে সুরের মূর্ছনা,

কেন আজ তবে রেখে চলে গেলে ব্যাথার বন্দনা?

জানি তুমি আর ফিরবেনা গো তবু থাকবো আশায়,

সারাটি জনম কাটাবো আমার তোমারই প্রতিক্ষায় ।







No comments:

Post a Comment