প্রণয় - কাব্য রজনী

Thursday, July 18, 2019

প্রণয়



প্রণয়
আফরা ইবনাত অর্না 

প্রণয় তোমার মনে আছে কি?

একদিন বলেছিলাম তোমায়-

জীবনের যোগফলএকসময় শুন্য হবে।

সেদিন আমার কোনও অভিজ্ঞটা ছিলনা,

ছিলনা কোনও শূন্যতাও ।

প্রণয় তুমি একসময় ছিলে আমার জীবনে,

সেই থাকাটাই আজ অতীত হয়ে গেছে।

অতীতের ছেড়ে না যাবার প্রতিশ্রুতি,

বড্ড হাসায় আজকাল আমাকে।

প্রণয় তোমার হাসিটুকু খুব ভালো লাগতো

এখন কেবল ভালো লাগে আপন অশ্রু ।

বলতে পার প্রণয়,কেন ভালোবাসি তোমাকেই?

তোমার সত্তা অথবা কায়া অথবা ছায়াকেই?

তোমার জানার বোঝার বাইরে আজ অনেক কিছু,

জানাতেও চাইনা তোমায় ফেরাতেও চাইনা পিছু।

তোমার প্রতি আমার অন্ধ বিশ্বাসের মূল্য দিতে হবেনা

হবেনা এই ভালোবাসার সুত্র মেলাতে,

শুধু আমায় একবার অনুমতি দিও
তোমার বুকে নিঃশেষ হবার

No comments:

Post a Comment